মনোহরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য
- আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রি. উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়নে নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ধারাবাহিক এই সাফল্য এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
এছাড়া, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মো: জাফর ইকবাল (কাশেম) দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তাঁর দক্ষ পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও সৃজনশীল শিক্ষাপদ্ধতির স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করে মাদ্রাসার সুনাম আরও উজ্জ্বল করেছে।
এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত মাওলানা মো: হুজ্জাতুল ইসলাম বলেন,
“এই অর্জন একক কোনো ব্যক্তির নয়; এটি আমাদের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, গভর্নিং বডি, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আল্লাহর অশেষ রহমতে আমরা শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন,
“উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করেছে। তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে মো: জাফর ইকবাল (কাশেম) বলেন,
“এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে ভবিষ্যতেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। সহকর্মী শিক্ষকবৃন্দ ও অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।”

গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক জনাব সাইদুর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এক যৌথ বার্তায় বলা হয়,
“নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসাকে একটি আধুনিক, যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সকল স্তরের মানুষের শিক্ষা, দক্ষতা ও নৈতিক উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”
সার্বিকভাবে, নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার এই ধারাবাহিক সাফল্য মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।









